সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের বিরুদ্ধে স্ত্রী করা নারী নির্যাতন মামলায় ২রা মঙ্গলবার রাতে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সীতাকুণ্ড থানার পুলিশ। স্ত্রী ফারজানা আক্তার মামলায় এজাহারে বলেছেন সালাউদ্দিন বিভিন্ন অজুহাতে বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে মারধর শারীরিক নির্যাতন অত্যাচার করে আসছে।
মঙ্গলবার বিনা কারণে অযৌক্তিকভাবে সালাউদ্দিন সহ তার ভাইরা ব্যাপক নির্যাতন করে। সীতাকুণ্ড থানার পরিদর্শন (তদন্ত) সোলায়মান বলেন ফারজানা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।