সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ড শেখপাড়া বাদশা মিয়ার বাড়ির সামনে চট্টগ্রাম মূখি একটি পিকআপ সহ ১৭২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করে এক জন। গতকাল সোমবার ভোর ৫ টা গোপন সংবাদ পেয়ে তদন্ত ইন্সপেক্টর সোলায়মান,এস আই নাছির, মফিজুল,রাজিব, সুজন হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামি মোঃ আব্দুল্লাহ (২৬) পিতা মোঃ রিয়াজ উদ্দিন,সাং মধ্যম মাতুয়া, শিকদার বাড়ি,৮ নং ওয়ার্ড রাধা নগর, ছাগলনাইয়া,ফেণী।