রানা সাত্তার
চট্টগ্রামঃপবিত্র মাহে রমজানকে ঘিরে প্রতিদিন মাঠ পর্যায়ে চলছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর’র অভিযান।প্রতিদিনের ন্যায় আজকেও
মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ৪ প্রতিষ্ঠান কে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর,চট্টগ্রাম।
১৭ মার্চ রবিবার সকালে চট্টগ্রাম নগরীর ২নং গেইট সংলগ্ন কর্ণফুলী কমপ্লেক্স বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আনিছুর রহমান,চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ও সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম।
জানা যায়, মূল্য তালিকা ও ক্রয় রশিদ প্রদর্শন না করায় বিসমিল্লাহ ফল বিতানকে ৫হাজার টাকা,ভাই ভাই অর্গানিক ফুডসকে ৫হাজার টাকা, আব্দুল মান্নান ফল বিতানকে ৪ হাজার টাকা এছাড়া, দেশী ডেইরীকে মোড়কজাত ঘিতে মূল্য নেই ও মেয়াদউত্তীর্ণ মিষ্টি রাখায় ১২হাজার টাকা টাকা জরিমানা করা হয়।সব মিলিয়ে ২৬হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় রশিদ প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠান গুলিকে জরিমানা করা হয়েছে।এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।