সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম সাতকানিয়া রামপুর ও কালিইয়াশ মৌলুভির দোকান এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে তুলেছে কবির বাহিনীর নিউ ডায়মন্ড, শাপলা, ও ডলফিন নামের নামে-বেনামের প্রতিষ্ঠান। যেখানে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে নানা রকমের খাদ্য সামগ্রী । নেই সরকারি অনুমোদন এমন কি বিএসটিআই’য়েরও । এর মধ্যে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা শাপলা বেকারি নামে পরিচিত। কিন্তু শাপলা বেকারি তে গিয়ে দেখা মিলে অন্য আরেকটি বেকারির কোম্পানির নাম দিয়ে লেভেল লাগিয়ে চালিয়ে যাচ্ছে শাপলা বেকারির তৈরিকৃত খাদ্য সামগ্রী পণ্যগুলো। তবে এই সমস্ত কর্মকাণ্ডগুলো কার ইশারায় চলে? এর আসল কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুরের ওয়ারো গ্রামের কবির নামের এক অসাধু ব্যবসায়ি’র । কবিরের দাপটে চলে এ সমস্ত অপকর্ম এবং শাপলা বেকারীতে গাউছিয়া ফুডস এর লেভেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে শাপলার তৈরিকৃত পন্য। এই বিষয়ে কবির এর সাথে যোগাযোগ করতে চাইলে কবির ফোন আলাপে বক্তব্য দিতে নারাজ এবং বলে তার হাত না কি অনেক লম্বা।