চট্টগ্রাম বনবিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা এক বিশেষ অভিযান চালিয়ে সেগুন সহ ১৭০ ঘনফুট বিবিধ চোরাই কাঠ জব্দ করেছে। এসময় অবৈধ কাঠ পরিবহনের দায়ে একটি কাভার্ডভ্যান ও আটক করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টার দিকে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে বন কর্মীরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কদমরসুল এলাকায় এ অভিযান চালায়।
ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী জানান সড়ক পথে কাভার্ডভ্যানে চোরাই কাঠ পাচারের খবর পেয়ে বিভাগীয় বনকর্মকর্তা এস এম কায়সারের নির্দেশে মহাসড়কের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানে বোঝাই করা অবৈধভাবে পরিবাহিত আনুমানিক ১৭০ ঘনফুট গর্জন, চাপালিশ,সেগুনসহ বিবিধ গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়।
আটককৃত মালামাল ও গাড়ী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে মজুদ রয়েছে বলে জানা গেছে।