পৌর এলাকায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কারিগরি,ভোকেশনাল বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে এক মতবিনিময় সভা পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়।এই সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। সভায় পৌরসভার অধীনে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে একটি কমিটি গঠন করা হয়েছে।
এতে পটিয়ার নবনির্বাচিত এমপি ও দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান পৃষ্ঠপোষক, চবি সাবেক শিক্ষক ডক্টর কাজী আহমেদ নবীকে চেয়ারম্যান ও চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে বিদ্যালয়ের জন্য জমিদাতা আবু তাহের, ডক্টর ইমতিয়াস উদ্দিন, ব্যাংকার সোলাইমান, মোহাম্মদ মোস্তফা, ডক্টর মোহাম্মদ সুলাইমানকে। এতে বক্তব্য রাখেন বদিউল আলম, আব্দুল মন্নান চৌধুরী, আব্দুল জলিল, ডা. তাসলিমা নাসরিন, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, আলমগীর আলম, এম এন এ নাছির, আমির হোসাইন প্রমুখ। সভায় মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, পৌরসভায় একটি যুগোপযোগী ও কল্যাণমূখী প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যথাযথ ভূমিকা রাখতে পারে।