ঢাকা সেনানিবাসের উদ্দোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাতন ২৪’র ফিনিশিং মেডেল জয়ী জাতীয় ক্রীড়াবিদ মনির উল্লাহ কাদের সম্বর্ধিত হয়েছেন।চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ড ট্রেড সেন্টারে ২৮ নং ওয়ার্ডের জনগণ এক সম্বর্ধনা সভার মাধ্যমে মনির উল্লাহ কাদের সাহেবকে প্রাণঢালা সম্বর্ধনা দেন।
এই সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্দর বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল লতিফ ।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাসিক আইনকণ্ঠের সম্পাদক বিশিষ্ট আইনবিদ ফয়েজুর রহমান চৌধুরী বেলাল ।আরো উপস্হিত ছিলেন বশির উল্লাহ সর্দার, মইন উদ্দিন হাসান, মোহাম্মদ সাইফুল , মোঃ সোহেল, মোঃ এরশাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন , ৭০ বয়সে ম্যারাথনে অংশ গ্রহণ করে মনির উল্লাহ কাদের জাতীর জন্য বিরল সম্মান বয়ে এনেছেন।ব্রাজিল বা আর্জেটিনার প্রেসিডেন্টের নাম হয়ত অনেকে জানবেন না কিন্তু পেলে, মেসি, রোনান্ডো ও নেইমারদের ক্রীড়ানৈপণ্যতা সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে এবং বিশ্ববাসী তাদের জয়ের শ্লোগানে মুখরিত। বিশ্ববাসীর মূখে মূখে তাদের নামে জয়ধ্বনি উচ্চারিত হয়। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও শরীরচর্চা এবং কারিগরী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, এলাকার সকল মানুষের অংশ গ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঘরে ঘরে ক্রীড়া চর্চার মাধ্যমে দেশ ও জাতীর সম্মান এবং পরিচিতি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে হবে ।আমাদেরকে মেধা, মনন ও শ্রম দিয়ে ক্রীড়া চর্চার মাধ্যমে ঘরে ঘরে মনির উল্লাহ কাদেরের মতো ক্রীড়াবিদ তৈরী করতে হবে।