আগামী ২০ ফেব্রুয়ারী, মঙ্গলবার, আনোয়ারা বরুমচড়া সৈয়দ বাড়ী নঈমীয়া দরবার শরীফে উপমহাদেশের শ্রেষ্ঠ মোফাচ্ছির আল্লামা সৈয়দ নঈম উদ্দিন মুরাদাবাদী (রহ.), সৈয়দ আবদুর রহমান আল কাদরী (রহ.), শাহসূফী আল্লামা মুফতি ছৈয়দুল খায়ের নঈমী আল কাদেরী (রহ.) এর ৩৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাহফিল পীরে ত্বরিকত আল্লামা কাজী মাহমুদুল হক নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে সকল ধর্মপ্রান মুসলিম মিল্লাত কে উপস্থিত হওয়ার জন্য পীরজাদা সৈয়দ মোজাম্মেলুল হক নঈমী অনুরোধ জানিয়েছেন।