নাছির উদ্দিন
সীতাকুণ্ডে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ওসি কামাল উদ্দিন পিপিএম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অল্প কয়েক দিন পূর্বে দক্ষিণ চট্টগ্রামের বাশঁখালী থানা হতে বদলী হয়ে সীতাকুণ্ড থানায় যোগদানের পরপরই সীতাকুণ্ডের আইন শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদান রাখেন তিনি। গত ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উপজেলায় অবস্থিত ৯৪টি কেন্দ্রের কোথায় কোন গোলযোগ হয় নি। উপজেলায় নির্বাচন অবাধ উৎসবমূখর ও শান্তিপূর্ণ করতে ওসির কৌশলগত ভূমিকা ছিল খুবই ইতিবাচক। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বর্ণিল অনষ্ঠানের মাধ্যমে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক সংলগ্ন ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের শুভ উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলা উদ্দিন। ফুল উৎসব চলবে আগামী ২৩ ফেব্রয়ারী পর্যন্ত। এবারের ফুল উৎসবের সফলতায় জেলা প্রশাসনের পাশাপাশি নিরলস ভাবে কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম রফিকুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলা উদ্দিন। আর ডিসি পার্কের মাসব্যাপী বর্ণিল এ ফুল উৎসবে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম। সীতাকুণ্ড থানা প্রশাসনের নিরলস প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ফুলপ্রেমীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। সীতাকুণ্ড থানা প্রশাসনের এমন প্রশংসিত উদ্যোগে এ পর্যন্ত পার্ক এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার খবর গণমাধ্যমের শিরোনাম হওয়ার সুযোগ সৃষ্টি হয় নি। সম্প্রতি উপজেলার ১নং ইউনিয়নের পূর্ব সৈয়দপুর ও ২নং ইউনিয়নের ফেদাইনগর‘সহ কতেক এলাকায় বিছিন্ন ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাতদলের কয়েক জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হয়েছে। ডাকাতচক্রটি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, দুষ্টের দমন আর শিষ্টের পালনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরো বলেন আইন ভঙ্গকারীদের সাথে কোন আপোষ নেই। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় যা যা প্রয়োজন তা অবশ্যই করা হবে।