আনোয়ারা সংবাদদাতা
আনোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। । এরই মাঝে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে শুনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম। যার মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক। ইতিমধ্যে স্থানীয় সাংসদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র নজরে আসতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা-চট্রগ্রামে দৌড়ঝাঁপ শুরু করেছে এসব প্রার্থীরা। তবে গোটা আনোয়ারা জুড়ে বলাবলি চলছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ৷ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দ্বাদশ নির্বাচনের পর থেকে চেয়ারম্যান পদে আনোয়ারার রাজনৈতিক মাঠে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী’র নাম শুনা গেলেও পরবর্তীতে সাবেক ভূমি মন্ত্রীর একক সমর্থন পায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অপরদিকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন নিতে সমানতালে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেকসহ একডজন নেতাকর্মীরা। দলীয় প্রার্থী হওয়ার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক জানান, আমি তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে আসছি। আশা করি আমাদের অভিভাবক স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় আমাকে মূল্যায়ন করবেন। সাবেক ভূমিমন্ত্রীর একক সমর্থন পেয়েছে বলে জানিয়ে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আমাদের অভিভাবক স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় আমাকে তার একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সকল নেতাকর্মীরাও (সাবেক ভূমিমন্ত্রী)র প্রস্তাবে রাজি হয়েছেন। এরপর থেকে আনোয়ারায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।