সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া কলেজ রোডের দু’পাশে সারিবদ্ধ করে রয়েছে নানান ধরনের সরকারি গাছ। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে একটি বিষয় মানুষের নজরে আসে তা হল জাতীয় গ্রীডের নাম করে বৈদ্যুতিক খুঁটি খাড়া করতে গিয়ে কেটে ফেলা হচ্ছে দুপাশের থাকা গাছ ও গাছের ডালপালা। এই কেটে রাখা ডালপালা যাচ্ছে কই? চুরি করছে করা, নাকি সরকারি সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে? এই বিষয় নিয়ে শ্রমিকদের সাথে কথা বল্লে তারা জানান এই ডালপালা গুলো স্থানীয়রা নিয়ে যাচ্ছে চুরি করে এবং তাদের বাধা দিতে তাদের ভয় লাগে। আসলে কি ভয় লাগে নাকি অন্য কিছু? এমনটা প্রশ্ন করলে তার কোন জবাব দিতে তারা ইচ্ছুক নয়। পরে তাদের সাইট ইঞ্জিনিয়ার রাকিব সাহেব আসলে তিনি বলেন গাছ কাটা তাদের দায়িত্বকে নিয়ে যাচ্ছে বা কারা চুরি করছে তা তাদের দায়িত্ব নয় এবং কারা চুরি করছে তা তিনি জানেন না, তবে চুরি হয়ে যাচ্ছে বলে তিনি শুনেছেন বলে তিনি জানান। এই সময়ে সরাসরি তাদের নিয়ে ফেইসবুকে লাইভ ও দেওয়া হয়। তাহলে কি সরকারী সম্পদ এ ভাবে বিলিন হবে? এই বিষয় নিয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।