কোতোয়ালীতে ১৭ জুয়াড়ি গ্রেপ্তার হোটেল ক্যামেলিয়ায়ও চলে জুয়া
পূর্ব বাংলা ডেস্ক
-
প্রকাশিত সময়ঃ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
-
১৮২
বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।এদিকে হোটেল ক্যামেলিয়ায় অসামাজিক কাজ ও জুয়া দিনরাত। মালিক পক্ষ আবুল কালাম ও দুলাল সবখানে চুক্তি আছে বলে জাহির করে থাকে। মজিদ নামক এক পুলিশ কর্তার নাম ভাঙ্গিয়ে হোটেল ক্যামেলিয়ায় পতিতাবৃত্তি ও জুয়া চালিয়ে এখানকার পরিবেশ বিষিয়ে তুলার গুরুতর অভিযোগ রয়েছে।
২৪ জানুয়ারি বুধবার রাত পৌনে ৯টায় আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকার একটি বাড়ির তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. হারুন (৪৭), মো. আ. রফিক (৬০), মো. মহিউদ্দিন (৩০), মো. রুবেল (২৮), জাকির হোসেন (৪০), আবুল হোসেন (৬০), মো. সোলেমান (৪২), মো. নরুল ইসলাম (২৪) মো. মানিক (২৫), মো. বেলাল হোসেন (২৫), মো. ইউসুফ (৩৪), মো. জাফর (৩৯), মো. জসিম (৪৪), নুরনবী (৩৭), জুয়েল (৩৩), মো. এবাদুল (৩৫) ও মো. খালেদ মোর্শেদ (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া।
তিনি জানান, আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় বসে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার নন-এফআইআর প্রসিকিউশন মূলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
More News Of This Category