টানা পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী। রাউজান আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচিত হবার পরপরই এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘এ বিজয় পুরো রাউজানবাসীর। এ বিজয় শেখ হাসিনার। এ বিজয় বঙ্গবন্ধুর নৌকার ও সোনার বাংলার। ভবিষ্যতে রাউজানবাসীর ভাগ্যোন্নয়নে দ্বিগুণ গতিতে কাজ করব।’
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তাঁর বাবা এ কে এম ফজলুল কবির চৌধুরী তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ছিলেন।