দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসনে ৬১ টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকে জাবেদ পেয়েছেন ১ লাখ ০৭ হাজার ২১৮ ভোট , মোমবাতি প্রতীকে মোঃ আবুল হোসেন পেয়েছে ২৭১০ ভোট, লাঙ্গল প্রতীকে আবদুর রব চৌধুরী পেয়েছে ১৯৫৬ ভোট, সোনালী আঁশ প্রতীকে মকবুল আহমদ চৌধুরী পেয়েছে ৫০৩ ভোট, একতারা প্রতীকে মোঃ আরিফ মঈন উদ্দীন পেয়েছে ৩৭৬ ভোট, বটগাছ প্রতীকে মৌলভী রশিদুল হক পেয়েছে ২৪৮ভোট , চেয়ার প্রতীকে সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন পেয়েছে ১১৫৩ ভোট ।
৭ জানুয়ারি রোববার আনোয়ারা – কর্ণফুলী উপজেলায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বিকেল ৪টায় ভোটগ্রহণ ও গণনা শেষে এখন চলছে ফলাফল ঘোষণা।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মোট ভোটার ৩, ৫৬,৮৬৪। পুরুষ ভোটার ১,৮৯,২৪৩। নারী ভোটার ১, ৬৭,৬২১। মোট কেন্দ্র ১১৮টি ।