কিরণ শর্মা ও আবদুর রহমান
চট্টগ্রামে একটি বিতর্কিত পোর্টাল ‘clicknewsbd.com’ এ সুপরিচিত ও খ্যাতিবান ব্যাক্তি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সুনাম ক্ষুন্ন করে সংবাদ সম্প্রচারের দায়ে জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে। ৩রা জানুয়ারী চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি রুজু করা হয়।মামলা নং ১০/২০২৪ । এর আগে একই বিষয়ে একই ব্যাক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় জিডি ও চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৩১০২/২০২৩ দায়ের করা হয়।এন্টিটেরিজম ইউনিট, সিআইডি ও বাংলাদেশ পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্হা নেবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
জানা গেছে, স্ত্রী পুলিশ অফিসার শুধুমাত্র এটাকে পুজি করে জালাল উদ্দিন সাগর বিগত ১ যুগ ধরে সমাজের খ্যাতিবান মানুষদের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। সুনাম টানাটানি ও প্রশ্নবিদ্ধ করে পুলিশ স্ত্রীর ভয় দেখিয়ে সহজ সরল মানুষদের ফাদেঁ ফেলে অনৈতিক লাভবান হবার টার্গেট করে চলছে একের পর এক ।এই রকম তথ্যসহ জালাল উদ্দিন সাগরকে নিয়ে প্রথম আলো পত্রিকায় ‘চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিডিনিউজেও ‘পুলিশ কর্তা ও সাংবাদিক স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ’ শিরোনামে সংবাদ সম্প্রচার করা হয়।এ ঘটনাগুলো ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের।এই রকম বহু মানুষের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে ওই পোর্টাল ও জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে।
গত ২২ ডিসেম্বর ২৩ সালে অনিবন্ধিত পোর্টাল ‘clicknewsbd.com’ ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও তার ছোট ভাইকে জড়িয়ে একটি সংবাদ সম্প্রচার করে।ওই সংবাদটি ফেসবুকে বুস্ট পোস্ট করে এমনকি শেয়ারও। এতে চরমভাবে ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সুনাম ক্ষুন্নের আশংকা তৈরী হয়।এই কারণেই ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী যথাযথ প্রতিকার পাবার আশায় সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন বলে জানা গেছে।
প্রসংগত, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী একটি সম্ভান্ত পরিবারের সন্তান ও চট্টগ্রামের সুপরিচিত ব্যাক্তি। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেণ্ট, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, রোগী কল্যাণ সমিতিসহ অসংখ্য সামাজিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃত্ত।