৩নং রায়পুর ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুহাম্মদ আবদুর রহিম, ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন, প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম, ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাবেক সভাপতি মজলিশে সুরা সদস্য মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী, নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আবদুল হাকিম, ব্যাংকার মুহাম্মদ মহিউদ্দিন, এইচ এম মোহাম্মদ নুর, যুবসেনা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, মোহাম্মদ জাবের, মোহাম্মদ মোস্তফা তালুকদার, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ এমরানসহ স্থানীয় ফ্রন্ট যুব ও ছাত্রসেনা নেতৃবৃন্দ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচারসচিব সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন গণসংযোগকালে বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী আনোয়ারা-কর্ণফুলীকে আধুনিকায়নসহ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং অবহেলিত শান্তিপ্রিয় জনতার সেবা করাই আমার উদ্দেশ্য। তিনি এ সময় সবাইকে আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে উপস্থিত হয়ে মোমবাতি প্রতীকে তাঁকে ম্যান্ডেট প্রদানের আহ্বান জানান।