সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক-নির্দেশনায় হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই (নিঃ) ইয়াছির আরাফাত নগরীর হালিশহর থানার আব্বাস পাড়ায় পুলিশের অভিযানে ১টি চোরাই কভার্ডভ্যানসহ চোর চক্রের সদস্য কে আটক করেছে। এরা হলেন মোঃ রাশেদ খাঁন মিলন, মোঃ রাসেল, মোঃ আমিনুল ইসলাম তারেক, মোঃ বেলাল ও মোঃ আনোয়ার হোসেন ।
২১ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি হালিশহর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে ধৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।