দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্যাটলি’ প্রতীক বরাদ্দ পেয়ে আমানত শাহ মাজার জিয়ারত করেছেন চট্টগ্রাম-১১ পতেঙ্গা-বন্দর আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন।
১৮ ডিসেম্বর সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ পেয়ে তিনি মাজার জিয়ারতে আসেন। সেইসাথে ওখানেই জোহরের নামাজ আদায় করেন।
জিয়ারত শেষে প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। প্রতীক বরাদ্দ পেয়েই সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া আদায় করেছি। পরে আমানত শাহ মাজার জিয়ারত করেছি। চট্টগ্রাম-১১ আসনে আমাকে বিজয়ী করার জন্য আমি সবার দোয়া প্রার্থনা করি।’
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বন্দর-পতেঙ্গার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।