ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অদ্য ১৬ই ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ মুফিজুর রহমানের স্বাগত বক্তব্য ও মৌলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনাব মৌলানা মুহাম্মদ আবুল হোসাইন, মৌলানা শফিউল আলম কাদেরী,মাষ্টার জনাব মুহাম্মদ ইসমাইল, মাষ্টার রেজাউল করিম,মুনিরুল হাসান, মৌলানা আমিরুল ইসলাম, মৌলানা আবদুল বারী,ইফফাৎ জাহান,রুমা আক্তার, তাসনুভা ইসলাম, চেমন আরা সহ প্রমুখ শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,যারা বাংলাদেশের বিজয় রক্ত দিয়ে ছিনিয়ে এনেছেন আমরা তাঁদেরকে স্মরণ করা অপরিহার্য।তাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ সুন্দর বাংলাদেশ পেয়েছি। আমাদের নতুন প্রজন্মকে তাঁদের ত্যাগের কথা আমাদেরকে স্মরণ করে দিতে হবে।
বক্তারা আরো বলেন, যারা আমাদের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন,তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। অনুষ্ঠান শেষে মিলাদ ও কিয়াম এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।