জামালপুরে বাস, লেগুনা ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্লায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের সামছুল হোসেন (৫২)। তারা দুজন সবজি ব্যবসায়ী।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, জামালপুর থেকে ঢাকাগামী সাদনান পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে জামালপুরগামী লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৭ জন আহত হয়। নিহতরা লেগুনা এবং আহতরা অটোরিকশার যাত্রী।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।