নিজস্ব প্রতিবেদক
১টি সিন্ডিকেটের মূল কাজ পুলিশের নামে চাঁদা তোলা পুলিশ বলছে ‘না ‘ এই শিরোনামে পূর্ব বাংলায় সংবাদ প্রকাশের ১ ঘণ্টার মধ্যে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সব অবৈধ দোকান উচ্ছেদ করেছে।এই সময় সিণ্ডিকেটের লোকজন পালিয়েছে।আজ ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা – ৭টার মধ্যে হালিশহর থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এর আগেও তিনি সংবাদ পাওয়া মাত্র মাদক কারবারী তসলিমকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
জানা গেছে , হালিশহর-বড়পোল ও বঙ্গবন্ধু ভাস্কর্য গোল চত্বর ঘিরে গড়ে উঠেছিল এই অবৈধ বাজার ।এই বাজার থেকে একটি চিহ্নিত সিণ্ডিকেট নিয়মিত পুলিশের নামে চাঁদা তুলে ।কিন্তু পুলিশ বলছে ‘না’।বিশাল অংকের এই চাঁদা ঘাটে ঘাটে ভাগ হয়। ফলে বাজার বন্ধ হয় না বরং নিরিহ পথচারীদের নিত্য দূর্ভোগ লেগেই আছে। ঘটছে অহঃরহ দূর্ঘটনাও।স্হানীয় ওয়ার্ড কমিশনার বার বার চেষ্টা চালিয়েও ওই সিণ্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়ছে এই বিষয়ে । পুলিশ সিণ্ডিকেটকে আশ্রয় দিচ্ছে বলে এই অবস্হার অবসান হচ্ছে না এই অভিযোগ সচেতনমহলের । সৎ ও দেশপ্রেমিক লোক দিয়ে বিষয়টি তদন্ত করলে বাস্তব চিত্র বের হবে ।
আমাদের অনুসন্ধানে দেখা গেছে, এই উচ্ছেদ অভিযান পরচালিত হবার পর স্হানীয় লোকজন খুশী হয়ে পুলিশ কমিশনারসহ অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন । হালিশহর থানার ওসি কায়সার হামিদ এই বিষয়ে বলেন যেকােন অপরাধের তথ্য জানালে আমি ব্যবস্হা নেব।