কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকায় একটি তুলার কারখানায় আগুন লেগেছে। বিসিকের মেসার্স কাদের ট্রেডিং নামের ওই কারখানায় ৯ ডিসেম্বর শনিবার সকাল আটটা ৫৫ মিনিটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল মালেক বলেন, ‘শর্ট সার্কিটের কারণে মেশিন থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।