‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ এর আয়োজনে সিএমপি কমিশনার। ৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর ফেস্টুন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিথিবৃন্দ। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই জেলা শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতিসহ সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধের পূর্বশর্ত হলো নিজেকে দুর্নীতিমুক্ত রাখা এবং নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করা। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলকে যার যার জায়গা থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হওয়ার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা দূর্নীতি দমন কমিশন -২ পরিচালক সমন্বয়ক, দূর্নীতি প্রতিরোধ চট্রগ্রাম মহানগরী কমিটির আহ্বায়ক, বিশিষ্ট নারী নেত্রী, উইমেন চেম্বারের পরিচালক মিসেস মনোয়ারা হাকিম আলী, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।