বাংলাদেশের মেধাবী ছাত্র আবদুল মান্নান ‘কিং সাউদ বিশ্ববিদ্যালয়’ হতে ডিনশীপ পুরুস্কারে ভুষিত হয়েছেন। ৬ ডিসেম্বর সকাল টায় আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
আবদুল মান্নান বর্তমানে সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছেন। আবদুল মান্নান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াছেকপুর ছফর আলী মোল্লাবাড়ির মরহুম আব্দুর রশীদ মরহুমা শামছুন নাহারের ছেলে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক ও সানোবিয়া শরহে বেকায়া পর্যন্ত মুফতি শহীদুল্লাহ পরিচালিত জামিয়া রশীদিয়া মাদ্রাসা, লস্কর হাট ফেনী এবং দাওরায়ে হাদীস, তাকমীল : হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামে পড়ালেখা করেন।
জানা গেছে, কিং সাউদ ইউনিভার্সিটি প্রতি বছর প্রতিটি কলেজ থেকে সর্বোচ্চ রেজাল্ট অর্জনকারীদের মধ্যে হতে সেরা পাঁচ জনকে পুরুষ্কৃত করেন। উল্লেখ্য যে, College of education এ সৌদি স্টুডেন্ট সহ বিভিন্ন দেশের ছাত্র- ছাত্রী পড়াশোনা করে। বর্তমানে এই ইউনিভার্সিটিতে ৩৫ জন বাংলাদেশি ছাত্র ছাত্রী পড়াশোনা করছেন ।