বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছিরের কাছে মনোনয়ন পেয়ে দোয়া চাইতে গেলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।এর আগেও তিনি এই আসন থেকে মনোনয়ন পান ও শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বও সফলতার সাথে পালন করেন।
নওফেল সাহেব আ জ ম নাছির সাহেবের অফিস পৌঁছলে বুকে জড়িয়ে কোলাকুলি করেন এবং নির্বাচনে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।দুপুরে নওফেল ৮ পদের তরকারি দিয়ে ভাতও খান আ জ ম নাছিরের অফিসে।
দুপুরের খাবারের মধ্যে ছিল সাদা ভাত, গরুর মাংস ভুনা, মুরগির ঝাল ফ্রাই, লইট্টা মাছ ফ্রাই, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, সবজি, ডাল ও গরুর কালা ভুনা।
এ সময় উপস্থিত ছিলেন নোমাল আল মাহমুদ এমপি, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, নগর আওয়ামী লীগ নেতা মো. ইসা, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এবং তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।