নিজস্ব প্রতিবেদক
২৯নভেম্বর (চট্রগ্রাম) চট্টগ্রামের উপজেলা কর্ণফুলী ডাঙ্গারচর ইউপিতে নৌ-তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনাসমূহ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
তিনি ২৮ নভেম্বর ( মঙ্গলবার) বিকেলে আনুষ্ঠানিক ভাবে এই সব স্থাপনা পরিদর্শন করেন এবং তা থেকে সন্তষ্টি প্রকাশ করেন। এসময় সেখানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম-সেবা-অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা- উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত),এস এম মোস্তাইন হোসেন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) [অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত] এবং বন্দর জোন উপ পুলিশ কমিশনার মিসেস শাকিলা সুলতানা, কর্ণফুলী থানার ওসি , ওসি তদন্ত সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।