1. admin@purbobangla.net : purbobangla :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দেশে পুরুষের চেয়ে নারী বেশি আইনকন্ঠের অফিস পরিদর্শন করলেন পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক ৩০০ আসনে নৌকার মনোনয়ন পেলেন যারা চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন জাতীয় নির্বাচন : মাঠে নামছে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী আমি আমার মরহুম পিতা বর্ষীয়ান রাজনীতিবীদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর আদর্শ লালন ও ধারণ করে মানুষ হয়েছি-ভুমিমন্ত্রী বোয়ালখালীতে ১৮ টি বসতঘর পুড়ে ছাই অবৈধ উপায়ে খোলা জ্বালানি তেল বিক্রির অভিযোগে কর্ণফুলীতে ৬ দোকানিকে জরিমানা শার্শা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি ইয়ানুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা

ধূমারপাড়া আনন্দ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পড়া হয়েছে

 রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান  ১৮ নভেম্বর, শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে মূলপর্ব কঠিন চীবর দানোৎসব- বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর সাধারণ সম্পাদক ভদন্ত করুণাশ্রী থের, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যোগাযোগ বিষয়ক সম্পাদক ভদন্ত ভদ্রিয় মহাথের, সম্মানিত অতিথি ছিলেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত অনুরুদ্ধ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত সুজনানন্দ থের, ভদন্ত করুণানন্দ থের, ইউপি. সদস্য বকুল বড়ুয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রায়হান আহমেদ। সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষুসহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু-সংঘ। অশোক বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও রয়েল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ভাষন প্রদান করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া ও সজল কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া, অর্থ সম্পাদক বিটু বড়ুয়া। আরো বক্তব্য রাখেন দানবীর বড়ুয়া, নিপু বড়ুয়া, কনক বড়ুয়া, সুজন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দন বড়ুয়া নান্টু। এছাড়াও প্রথমপর্বে মধ্যম আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয়াচার মহাথেরোর সভাপতিত্বে প্রয়াত জ্ঞাতীবর্গের পারলৌকিক শান্তি-সুখ কামনা ও গ্রামবাসীর মঙ্গল কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। ৩য় পর্বে ফানুস উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে গ্রামের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।।
শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla