সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‘কে কেন্দ্র করে সীতাকুণ্ড আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারনা বেশ জমে উঠেছে। নৌকার মনোনয়নে এমপি পদ নিশ্চিত, তৃনমূলে এমন ধারনা থেকে সীতাকুণ্ড দীর্ঘ হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের মতো মাঠে সরব, যাচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। তারা একে অন্যকে ছাড় দিতে নারাজ। প্রতিদ্বন্ধীদের বিরুদ্ধে তুলছেন অভিযোগ, তাতে তৃনমূলে বাড়ছে কোন্দল আর সংঘাত। তবে তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দেবে দ্বন্ধ-সংঘাত ভূলে সবাই কেন্দ্রের মনোনীত প্রার্থীর বিজয়ে একযোগে কাজ করবে। অপর দিকে মামলায় জর্জরিত বিএনপি নির্বাচনী মাঠ ছেড়ে ব্যস্ত সময় পার করছে আদালতে। নির্বাচনের মাঠে নীরব থাকলেও দলটির একক প্রার্থী অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী এফসিএ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দু‘বারের নির্বাচিত বর্তমান এম,পি আলহাজ্ব মোঃ দিদারুল আলম, দু‘বার নির্বাচিত সাবেক এমপি প্রয়াত এ.বি.এম আবুল কাশেম মাস্টার এর জেষ্ঠ্যপুত্র সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দু‘বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এম আল মামুন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রচার-প্রচারনায় বেশ এগিয়ে আছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরো যারা নির্বাচনী মাঠে সক্রিয় প্রচার-প্রচারনায় রয়েছেন তাদের মধ্যে লায়ন মোহাম্মদ ইমরান, চসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সীমা গ্রæপের পরিচালক শিল্পপতি মোঃ পারভেজ উদ্দিন সান্টু, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম জজ আদালতের সাবেক মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগে ব্যস্ত সময় পার করলেও দলীয় দীর্ঘ তালিকায় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে নানা জল্পনা-কল্পনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে মনোনয়ন দিচ্ছে দলীয় হাই কমান্ড, কে হচ্ছেন? সীতাকুণ্ড নৌকার মাঝি। সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম জানান, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ তালিকা থাকাটা খুবই স্বাভাবিক। অতীতেও আমরা বিষয়টি লক্ষ্য করেছি। এমনকি বিগত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নিবার্চনগুলোতেও প্রার্থীদের দীর্ঘ তালিকা ছিল। পরবর্তীতে কেন্দ্রের মনোনীত প্রার্থীর বিজয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে। এবারও বিষয়টি এমন হবে বলে আমি মনে করি। এদিকে উপজেলা জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নিলে তাদের একক প্রার্থী থাকবেন সাবেক উপজেলা আমীর কারাবন্দী মোঃ আনোয়ার ছিদ্দীক চৌধুরী। জাতীয় পার্টি একক ভাবে নির্বাচনে অংশ নিলে তাদের দলীয় প্রার্থী থাকবেন মোঃ দিদারুল কবির দিদার। সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর ভূঁইয়া বলেন, অসংখ্য রাজনৈতিক মামলায় জর্জরিত বিএনপির নেতাকর্মীরা। প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচী পালনের তেমন একটা সুযোগ না থাকলেও থেমে নেই মামলা মোকদ্দমা, হয়রানি কিংবা বাড়ি ঘরে হামলা। প্রতিপক্ষের হামলা-মামলায় বাড়ি-ঘর ছাড়া নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছে আদালত প্রাঙ্গনে। গত ৮ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালায় ফৌজদারহাট জলিল গেইটস্থ অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী‘র সোনালী সিএনজি ফিলিং ষ্টেশন নামক ব্যবসা প্রতিষ্ঠানে। তাই নির্বাচন নিয়ে নয় বরং আদালতে মামলা মোকাবেলা আর আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত বিএনপি। তবে নির্বাচনের সুস্থ্য পরিবেশ ফিরে আসলে সীতাকুণ্ড বিএনপির একক প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী এফসিএ।