২৪ কার্তিক ৯ নভেম্বর ‘২৩ বৃহস্পতিবার পটিয়াস্থ আমির ভান্ডার শরিফে অবস্থিত রাজে আমির- আলম বহরদারে তরিকত হযরত ক্বারী মাওলানা ফৌজুল আজিম শাহ আমিরী (ক.)’র রওজা প্রাঙ্গনে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
হযরত শাহ্ সূফি সৈয়দ এয়ার মোহাম্মদ শাহ্ আমিরী (ম.) এর ছদারতে অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত মেহমান হিসাবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম দোভাষ, বাংলাদেশ তরিকত পরিষেদ (বিটিপি)’ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক শাহ মিডু, ইউনানী (মেডিকেল) কলেজের প্রিন্সিপাল ডা. ওসমান ফারুক, রাহে ভান্ডার সিলসিলার খলিফা ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদ শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু, সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ প্রমুখ।
এতে প্রধান আলোচক হিসাবে ইসলাম ধর্মে সুফি-দরবেশগণের ভূমিকা তুলে ধরে নূরানী তকরীর পেশ করেন প্রখ্যাত ইসলামি বক্তা ড. শাইখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল-আযহারী (ম.)। আলেমে তরিকতগণের মধ্য হতে আরও তকরির করেন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ আশেকুর বারী (ম.), মুফতি সৈয়দ মাহবুব আলম নুরী আল কাদেরী (ম.), হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আবেদ শাহ্ চিশতী (ম.)।
এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে তরিকত- হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ ফোরকানুল হক শাহ্ আমিরী (ম.)।