পেকুয়া প্রতিনিধি
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পেকুয়ায় আজ ৪ নভেম্বর (শনিবার) ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”। এ উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ ।
প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন-পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুনছুমা মিনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত। ৫২তম জাতীয় সমবায় দিবসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন- পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মিনাহাজ, সম্পাদক শাহেদ ইকবাল, পেকুয়া শ্রমিক গীগের সভাপতি নুরুল আবছার, আজিজুল হক সহ বিভিন্ন এলাকার সমবায় সমিতির নেতৃত্ব বৃন্দ। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পেকুয়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তারা বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণ করা। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং বাস্তবমুখী। এ জন্য তিনি সমবায়ের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন গণমুখী কর্মসূচী গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন সরকারের পক্ষ থেকে সমবায় সমিতিসমূহকে ঋণ প্রদান করা হলে প্রান্তিক পর্যায়ের সমবায়ীরা যেমন স্বাবলম্বী হতেন ঠিক তেমনি সরকারী ঋণ আত্মসাতের হারও কমে আসতো। তিনি সমবায় সমিতির সদস্যদের বাস্তবমুখী কারিগরি ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্ব প্রদান করেন। প্রয়োজনে সমবায়ীদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের সুযোগ দেওয়া হবে মর্মে তিনি জানান।