সুধী,
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা নেবেন।
আপনি জেনে আনন্দিত ও খুশী হবেন যে, প্রতি বছরের ন্যায় এইবারও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আমৃত্যু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার প্রিয় পত্রিকা ‘পূর্ব বাংলা’ বিশেষ সংখ্যা বের করবে।বিশেষ সংখ্যাটি ৪ নভেম্বর ‘২৩ শনিবার বাজারে যাবে।এই সংখ্যায় ‘বাবু’ কে আপনার লেখা ও সাশ্রয়ী রেটে বিজ্ঞাপন ছাপানোর সুযোগ রয়েছে।পত্রিকাটি অনলাইন, ইপেপার, প্রিন্ট ভার্সন ও ইউটিউব ভার্সনে নিয়মিত পাবলিশ হয়।
এই বিষয়ে আপনার শুভ দৃষ্টি কামনা করছি। এম. আলী হোসেন সম্পাদক সাপ্তাহিক পূর্ব বাংলা ।