কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার ২৮ অক্টোবর তা উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী , ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. হাসান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মাহাবুবুল আলম হানিফ, ওয়াশিকা আয়েশা খান এমপি , শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল হাসান চৌধুরীসহ আরও অনেকে।
উদ্বোধন শেষে গাড়ি বহর নিয়ে নিজ হাতে টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।