আর মাত্র ৭২ ঘন্টার পর উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল । আর এই টানেল উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে চট্টগ্রামবাসী । আর সেই আনন্দে বাড়তি প্রলেপ দিতে এগিয়ে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক, ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন । তার উদ্যোগে ২৫ ও ২৬ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ” টানেল উৎসব ” ।
আজ বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল । অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- পিঠা উৎসব, বর্ণাঢ্য রেলি, সমুদ্র সৈকতে লাল সবুজের আলোর মেলা ও চাটগাইয়া সাংস্কৃতিক সন্ধ্যা ।