অ্যাডভোকেট নাছির উদ্দিন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চসিক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। তিনি চট্টগ্রাম সিটি কর্রোরেশন ১০নং ওয়ার্ড থেকে ৩ বারের নির্বাচিত কাউন্সিলর ও ৫ বারের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার কৃতিত্ব অর্জন করেন। চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের অর্ন্তগত উত্তর কাট্টলী এলাকার বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন আহমেদ ও জোহরা বেগমের জৈষ্ঠ পুত্র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু চসিক কাউন্সিলর ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্বরত আছেন। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকলেও ক্রীড়ানুরাগী মঞ্জু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় হিসেবে দেশব্যাপী অনন্য পরিচিতি লাভ করেন। জাতীয় দলের ফুটবলার ক্রীড়া ও সংস্কৃতিপ্রেমী মঞ্জু সাময়িক কিছুদিনের জন্য রাজনীতি থেকে বিরত থাকলেও রাজনৈতিক পরিবারের একজন সদস্য হওয়ায় সাময়িক বিরতি ভেঙ্গে সাবেক চসিক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুপ্রেরণায় আবারো সক্রিয় রাজনীতিতে ফিরে এসে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করেন। মনোনয়ন প্রত্যাশী চসিক কাউন্সিলর মঞ্জু সীতাকুণ্ড বিভিন্ন শ্রেণী-পেশায় কর্মরত ব্যক্তিবর্গ সহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় কাউন্সিলর মঞ্জু বলেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক পরিবারের সন্তান আমি। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে কাজ করেছি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্র জীবন থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ ৩৪টি বসন্ত অতিক্রম করেছি। চসিক নির্বাচনে অংশ গ্রহন করে জনগনের ভোটে ১০নং ওয়ার্ড থেকে পরপর ৩বার কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে সাধ্যমত কাজ করে যাচ্ছি। পারিবারিক ভাবে শিক্ষা‘কে অগ্রাধিকার দেওয়ায় মালয়শিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেছি। পারিবারিক অর্থায়নে পরিচালিত হচ্ছে বহু শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও সেবাম‚লক প্রতিষ্ঠান। স্বরণকালের করোনাকালীন দূঃসময়ে এলাকার অসহায় হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের পাশে থেকে সাধ্যমত সহায়তা করেছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবায় চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। দলীয় মনোনয়ন ও জনগনের সহায়তায় আগামীতে সীতাকুণ্ডকে একটি সুখী, সমৃদ্ধ-উন্নত এলাকায় পরিণত করে আস্থার প্রতিদানে সর্বদা সচেষ্ট থাকব।