আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য, বনফুল এন্ড কোম্পানি সিলেট আম্বরখানা পয়েন্ট শাখার স্বত্বাধিকারী নুর মুহাম্মদ শাহেদের পিতা তোফাইল আহমদ মাস্টার (৭৮) ৯ অক্টোবর সোমবার বিকাল ৪টায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরমের নামাজের জানাযা মঙ্গলবার বাদে জোহর চন্দনাইশ পৌরসভা হারলা ও দক্ষিণ জোয়ারা নতুন পুকুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের ইন্তেকালে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা, মহাসচিব আলমগীর ইসলাম বঈদী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।