1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
সাবেক মেয়র এম. মনজুর আলম মাইজভান্ডারী গানের রচয়িতা, সুরকার, গায়ক ও কাউয়াল শিল্পীদের সংবর্ধনা দিলেন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন

সাবেক মেয়র এম. মনজুর আলম মাইজভান্ডারী গানের রচয়িতা, সুরকার, গায়ক ও কাউয়াল শিল্পীদের সংবর্ধনা দিলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

হযরত গাউছুল আজম শাহ্ সুফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী (ক:) এর ১৫৮ তম খোশরোজ শরীফ উপলক্ষে চট্টগ্রাম সিটি কপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে ৯ অক্টোবর ২০২৩ খ্রি:, সোমবার, বিকেলে মোস্তফা হাকিম কলেজস্থ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে মাইজভান্ডারী গানের রচয়িতা, সুরকার, গায়ক ও কাউয়াল শিল্পী কবিয়াল প্রয়াত রমেশ শীল, মুরহুম আবদুল গফুর হালী, মহুম টুনু কাউয়াল, মরহুম সেলিম নিজামী, আবদুল মান্নান কাউয়াল, আহম্মদ নুর আমিরি, আবদুল মালেক কাউয়াল, আহম্মদ নবী আমিরি ও ইদ্রিস কাউয়াল নুরী ৯ জন কে সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনুজর আলম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীল, আউলাদে গাউছুল আযম মাইজভান্ডালী হযরত শাহ্ সুফী সৈয়দ সহিদুল হক আল মাইজভান্ডারী (ম:জি:আ:)। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক, সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। আলোচনা করেন শাহজাদা সৈয়্যদ নাবিদ হাছান, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, মাওলানা সৈয়দ ইউনুস রজভী। প্রধান অতিথি আহম্মদিয়া মনজিলের সাজ্জাদানশীল আওলাদে মাইজভান্ডারী হযরত শাহ্ সুফী সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী বলেন, মাইজভান্ডারী ত্বরিকার কাউয়ালগন আল্লাহ, রাসুল ও মাইজভান্ডার দরবার শরীফের আউলিয়াদের উপর ভিত্তি করে গানের সুরে সুরে আধ্যাত্বিক বিষয়গুলো উপস্থাপন করে আশেকান ও ভক্তদের উৎসাহিত করে থাকেন। তিনি বলেন, মাইজভান্ডারী গানের রচয়িতা, গায়ক ও কাউয়ালদের প্রতিভা আল্লাহ প্রদত্ত। তিনি আল্লাহ, রসুল ও অলি আউলিয়াদের নির্দেশিত পথে জীবন জীবিকা নির্বাহ এবং ইসলামের খেদমত করার জন্য সকলকে উৎসাহিত করেন। সভাপতির বক্তব্যে চসিকের সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম বলেন, জম্মসুত্রে আমরা অলির আওলাদ। আমার পিতা হযরত খাজা আবদুল হাকিম আল মাইজভান্ডারী অলি আউলিয়াদের আশেক ও কামেলিন ছিলেন। পবিত্র ইসলাম ও সুন্নিয়তের খেদমত ও মানবসেবা আমরা উত্তরাধিকার সুত্রে অর্জন করেছি। আল্লাহর ওয়াস্তে মানবতার কল্যাণই আমাদের ব্রত। তিনি কাউয়ালদের হৃদয়স্পর্শি গানের যুক্তিকতা ও অধ্যায়িত্বক দিকগুলো মর্মে মর্মে উপলব্দি করার জন্য অলি-আউলিয়ার বক্ত ও আশেকানদের অনুরোধ জানান। অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পীদের হাতে সম্মাননা স্মারক ও সম্মানি তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। সম্মাননা গ্রহণ করে উপস্থিত কাউলগনের মধ্যে মোহাম্মদ আবদুল্ল মান্নান কাউয়াল, আহমদ নুর আমিরী, মোহাম্মদ আবদুল মালেক কাউয়াল, আহমদ নবী আমিরী, মোহাম্মদ ইদ্রিছ কাউয়াল নুরী, কবিয়াল রমেশ শীল-এর পক্ষে চিত্তরঞ্জন শীল, আবদুল গফুর হালীর পক্ষে এনামুল হক, সৈয়দ মোহাম্মদ ইউসুফ (টুনু) কাউয়াল এর পক্ষে সৈয়দ নাছির উদ্দিন কাউয়াল, সেলিম নিজামির পক্ষে ইয়াছমিন নিজামী তাদের অনুভুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla