বাংলাদেশের প্রথিতযশা নাট্য সংগঠন গণায়ন নাট্য সম্প্রদায়-এর ৪৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে গণায়ন নাট্য সম্প্রদায় ২০, ২৯ ও ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩ দিনব্যাপী নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল। উক্ত দিনগুলোতে সন্ধ্যে সাতটায় গণায়ন নাট্য সম্প্রদায় তাদের বহুল প্রশংসিত বাপ্পা চৌধুরী নির্দেশিত নাটক ‘কমলা সুন্দরীর কিসসা’ পরিবেশন করেছিল।
এই নাটকে অংশগ্রহণকারী শিল্পীরা হচ্ছেন তৌহিদ হাসান ইকবাল, বাপ্পী হায়দার, সজল দে, মো: আছাদ বিন রহমান, বিজন চৌধুরী, জ্যোতির্ময় বড়ুয়া, মামুন আহমেদ, ননাবী চাকমা, সুইনু মার্মা, ঐশর্য, জেমিমা খান, রাফিয়া তাহনাজ রাইসা, লাব্রিচাই মারমা, অনিমেষ দাশগুপ্ত, সায়হাম মাহমুদ, অর্ণব দাশ, এ্যানি নাথ, পূজা দেবনাথ, অভিজিৎ ভট্টাচার্য, মো: বাপ্পিরাজ প্রমুখ। আলোক পরিকল্পনায় রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য। প্রযোজনা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী। ৩ দিনব্যাপী নাট্যানুষ্ঠানে নাটকের শুরুতে বক্তব্য রাখেন নাট্যজন ডা. মনোতোষ ধর মনু, সাহাবুদ্দিন আহমেদ, অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, সন্্জীব ভট্টাচার্য্য, বিশ্বজিত দাশ এবং সাইফ মোহাম্মদ মাইনুল হাসান।