মোঃ নাছির উদ্দিন
সীতাকুণ্ড পৌরসভার অন্যতম গুরুত্বপূর্র্ণ ৬নং ওয়ার্ড মহাদেবপুর। ৬নং ওয়ার্ডের অর্ন্তগত সীতাকুণ্ড রেলওয়ে ডেবার দক্ষিণ পাড় সংলগ্ন কথাকলি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ সড়কে অবস্থিত হাসান গোমস্তা পাড়া এলাকার ঝুঁকিপূর্ণ কালভার্টটি যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। দু’পাশের সড়কগুলো পৌরসভার অর্থায়নে দৃষ্টিনন্দন উন্নয়ন সাধিত হলেও বরাবরই উপেক্ষিত ঝুঁকিপূর্ণ কালভার্টটি। কালভার্টটি এতই সরু যে, বিপরীত দিক থেকে আসা দুটি রিক্সাও পরস্পরকে অতিক্রম করে চলাচল করতে পারে না। অথচ অতি গুরুত্বপূর্ণ সড়কটি ৬নং ওয়ার্ডের অন্যতম ব্যস্ত সড়কও বটে। সীতাকুণ্ড উপজেলা, সহকারী কমিশনার (ভূমি), পৌরসভা কার্যালয়, সাব রেজিষ্টারী অফিস, ফায়ার সার্ভিস, আবহাওয়া অফিস, সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড কামিল (এম.এ) মাদ্রাসা, সাদেক মস্তান (র:) উচ্চ বিদ্যালয়, কথাকলি উচ্চ বিদ্যালয়, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড উন্নয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬নং ওয়ার্ডে। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন ও খেলার মাঠ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুদর্শী মেলায় আগত তীর্থযাত্রীরা বিকল্প সড়ক হিসেবে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে খালের উপর নির্মিত জরাজীর্ণ কালভার্টের এ সড়কটি। কালভার্টটির এ বেহাল দশায় গাড়ী নিয়ে চলাচল দুরের কথা অনেক সময় স্কুলগামী বাচ্চারা একসঙ্গে হেটেও চলাচল করে ঝুঁকি নিয়ে। স্কুলগামী বাচ্চাদের আসা যাওয়ায় উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা। এলাকাবাসীর দাবী কালভার্টটি পূনঃ নির্মাণ করা হউক। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ব্যস্ততম সড়ক হওয়া স্বত্বেও বার বার উপেক্ষিত কালভার্টটি মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। যে কোন মহুর্তেই কালভার্টটি ভেঙ্গে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
একই ঝুঁকির কথা জানান, কালভার্টটির দক্ষিণ পাশের বাড়ীতে বসবাসরত ডাঃ কামাল উদ্দিন। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জানান, ঝুঁকিপূর্ণ কালভার্টটি সরেজমিনে কয়েক দফা পরিদর্শন করা হয়েছে। পৌরসভার অর্থায়নে কালভার্টটির সংযোগ সড়কগুলোর যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। কালভার্টের কাজ শুষ্ক মৌসুম ছাড়া যখন তখন করা যায় না। বছরের অধিকাংশ সময় ঐ খালে পানি থাকে। তাছাড়া চলাচলের একমাত্র সড়ক হওয়ায় বিকল্প ব্যবস্থা না করে কালভার্টটি ভেঙ্গে পূণঃ নির্মাণ করা যাচ্ছে না। অনূকুল পরিবেশে সুবিধাজনক সময়ে কালভার্টটির উন্নয়ন অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব পাবে।