বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ৪ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক পূর্ববাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের খবর পেয়ে ৬টা ৪৫ মিনিটে আমাদের ১ম ইউনিট পৌঁছায়। ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।