1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
নৈসর্গিক সৌন্দর্যে সেজেছে চট্টগ্রামের ফয়েজ লেক - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়নামতি ও বসুরহাটে ইউসিবির দুই নতুন শাখা উদ্বোধন পার্টনারশীপ এগ্রিমেন্টের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে জাপান সরকারঃ জাপানি রাষ্ট্রদূত সীতাকুণ্ডে ভাটিয়ারী ৪ ঘন্টা মহাসড়ক অবরোধের পর সচল চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুতে বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলমগীর নূর সাংবাদিক ওসমান গণি মনসুর চট্টগ্রাম এডিটরস ক্লাবে সম্বর্ধিত অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার নিষিদ্ধ ইটভাটা চালুর প্রস্তুতিঃ ঘাটে ঘাটে ম্যানেজের গুন্জন,  ৫০০ কোটি পিচ ইটের চাহিদা রয়েছে দেশে পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে- আল্লামা আব্দুল হামিদ বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্ক ছাড়ের আরও ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি

নৈসর্গিক সৌন্দর্যে সেজেছে চট্টগ্রামের ফয়েজ লেক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দিন

চট্টগ্রামের ফয়েজ লেক পাহাড়তলী রেলস্টেশনের অদূরে খুলশী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। ১৯২৪ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্ববধানে খনন করা হয় মনোরম কৃত্রিম হ্রদটি। তখন পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল হ্রদটি। পরবর্তীতে ব্রিটিশ রেল প্রকৌশলী (ফয়) এর নামেই নামকরণ হয় ফয়েজ লেক। ব্রিটিশ রেল প্রকৌশলী ফয় লেকটির নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রায় ৩৩৬ একর ভূমির বৃহত্তম এ লেকটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়ি ভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয়। কৃত্রিম বাঁধে চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় থেকে নেমে আসা পানি প্রবাহের দিক পরিবর্তন করে কৃত্রিম ভাবে এ লেকটিকে সৃষ্টি করেছে। আর ফয়েজ লেকের পাশে রয়েছে চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড় বাটালি হিল। লেকের নিরিবিলি মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটকের আগমণ ঘটে। মনোমুগ্ধকর ফয়েজ লেকে শিশুদের জন্য রয়েছে হরেক রকম রাইডের ব্যবস্থা। আবার বয়স্করাও সেখানে খুঁজে পাবেন পাহাড়, লেক ও কনকর্ড ওয়াটার কিংডম। লেকের চারিদিকে পাহাড় আর মাঝখানে রয়েছে অরূনাময়ী, গোধুলী, আকাশমনী, মন্দাকিনী, দক্ষিণী ও অনকানন্দা নামের দৃষ্টিনন্দন হ্রদ। হ্রদের তীরে রয়েছে অপেক্ষামান সারিসারি নৌকা। নৌকায় কিছুদুর যেতেই দেখা মিলবে দু‘দিকে সবুজ পাহাড়ের মাঝে অসংখ্য বক ও নাম না জানা হরেক রকম পাখি। লেকে রয়েছে মনোরম পরিবেশে হরিণ বিচরণ ক্ষেত্র। পর্যটকদের আকর্ষণের জন্য ফয়েজ লেকের প্রবেশদ্বারে রয়েছে একটি চিড়িয়াখানা। আকর্ষণীয় বিষয় হচ্ছে লেকের সৌন্দর্য ও তার পার্শ্ববর্তী পাহাড়ে সম্প্রতি একটি চিত্ত বিনোদন পার্কও খোলা হয়েছে। চিত্ত বিনোদন পার্কে রয়েছে ২টি উচ্চ স্নাইড আর সেগুলো হলো গতির রোল কোস্টার ও বাম্পার বোট। লেকের প্রবেশদ্বারেই রয়েছে টিকেট কাউন্টার। দর্শনার্থীদের টিকেট কেটেই ভিতরে প্রবেশ করতে হয়। ফয়েজ লেকের যোগাযোগ ব্যবস্থা বেশ সুবিধাজনক। উত্তরের পর্যটকদের ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড সংলগ্ন একে খান মোড় এবং অন্যান্য স্থানের পর্যটকদের নিউ মার্কেট থেকে সিএনজি, ৪ বা ৭ নং বাস কিংবা ব্যক্তিগত গাড়ীতে খুব সহজেই ফয়েজ লেকে পৌছতে পারবে।

সম্প্রতি স্ত্রী মিতু চৌধুরী দু‘পুত্র লব তালুকদার ও কুশ তালুকদার‘কে সাথে নিয়ে লেকটি ঘুরে আসা চট্টগ্রাম জজ আদালতে কর্মরত বোয়ালখালী পূর্ব গোমদন্ডী থেকে আগত লিংকন তালুকদার জানান, নৈসর্গিক সৌন্দর্যে অপরূপ চট্টগ্রামের ফয়েজ লেক। লেকটি যে এত সুন্দর ভেতরে না আসলে কেউ কল্পনাও করতে পারবে না। তিনি আরো জানান, সত্যিই চট্টগ্রামের ফয়েজ লেক দর্শনার্থীদের জন্য একটি চমৎকার পিকনিক স্পট। স্বল্পপরিসরের পারিবারিক ভ্রমণে স্ত্রী সেলিনা আকতার, দু‘পুত্র আলী আকবর ও জাবেদ হোসেন বাবলু ৩ পুত্রবধু মাছুমা আকতার, রুমিনা আকতার ও আফরিন সোলতানা‘কে সাথে নিয়ে লেকে ঘুরতে আসা সীতাকÐের ছোট দারোগার হাট থেকে আগত ভ্রমণপিপাসু চিকিৎসক ডাঃ কমল কদর ভূঁইয়া জানান, নানান কর্মব্যস্ততার মাঝে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ ও সময় খুব একটা হয় না। নাতি শাহ বাদশা, হাবীব বাদশা, মুহাদ বাদশা, আয়েন বাদশা ও চন্দ্রমনি‘কে সাথে নিয়ে লেকে ঘুরতে এসে মনটা বদলে গেল। তিনি আরো জানান, লেকের সৌন্দর্য আর মাধুর্যে স্ত্রী, পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনিরা দারূণভাবে অনুপ্রাণীত হয়। সময় ও সুযোগ পেলে আবারও লেকে ঘুরতে আসবেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla