রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যের আলোকে তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকাল ৩টায় র্যালিটি ইউনিয়ন পরিষদ থেকে প্রদান সড়কে প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এই সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী। ও ইউপি সচিব গোলাম কিবরিয়া সোহেল।
এ সময় আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী বলেন- সরকারি এই দিবসটি উপলক্ষে গ্রাম কে শহরে রুপান্তর করতে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করছে। সরকারি সকল ধরণের ভাতা জনগনের কাছে পৌঁছানোর জন্য আমরা সব সময় প্রস্তুত। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন – মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জিয়া এবং ৭নং ওয়ার্ডের মেম্বার নুর আমিন সহ প্রমুখ। এই সময় অনুষ্ঠানে ইউপি সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- এর আগে – সুবর্ণচর উপজেলায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি আয়োজিত উন্নয়ন মেলায় সেবা ও শৃঙ্খলায় তৃতীয় স্থান অর্জন করেছে ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন। এবং ১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত করছেন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ।