বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহরের নিশ্চিন্তাপাড়া থেকে গাঁজাসহ ১ ব্যাক্তিকে আটক করেছে হালিশহর ফাঁড়ি পুলিশ। ফাঁড়ি মোঃ ফয়সাল সরোয়ার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার গাজীরঘাট গ্রামের মৃত কুদ্দুস শেখের পুত্র মোঃ সোহেল শেখ @ দিল মোহাম্মদকে আটক করেন। আটক ব্যাক্তির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) শেখ শরিফুজ্জামান এর তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সন্জয় কুমার সিন্হা এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালান ।১৪ সেপ্টেম্বর ২১.৩৫ ঘটিকায় দক্ষিণ মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া আবুল হোসেন কেরানীর বাড়ীস্থ হাজী আবুল কাশেম এর বিল্ডিং নিচতলা রুম নং-৭ এর অভ্যন্তর হতে এই অভিযুক্ত ব্যাক্তি আটক হন।
জানা গেছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷