নাছির উদ্দিন
সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪নং মুরাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ- সভাপতি ও ৬নং বাঁশবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, সহ সভাপতি গোলাম রব্বানী ও মোঃ মহিউদ্দিন, সাবেক কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ৪নং মুরাদপুর ইউনিয়ন সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ১নং সৈয়দপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক রতন মিত্র, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুল মন্নান জামসেদ, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস, এম রিয়াদ জিলানী, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিন, বিজয় চক্রবর্তী, ছাত্রলীগ নেতা রেহান উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হই। ১৯৯৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা সাধারণ সম্পাদক ও ২০১৯ সাল থেকে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হলেও দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু মামলা আর জেল-জুলুমের শিকার হয়েছি। হয়েছে বহু ষড়যন্ত্র, তবুও দলের জন্য নীরবে কাজ করেছি। মনোনয়ন না পেয়েও দলীয় মনোনীত প্রার্থীর বিজয়ে নিরলস ভাবে কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি দল আমাকেই মনোনয়ন দেবে। তিনি দলীয় মনোনয়ন লাভে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।