হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রামে দেড় লক্ষ চারা রোপনের উদ্যোগের আওতায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ চারা বিতরণ করেছে। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ জোবরা উমেশ কিন্ডারগার্ডেন এন্ড হাইস্কুলে এ চারা বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় সংগঠনের সভাপতি আসলাম পারভেজ, সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সুমন পল্লব, দপ্তর সম্পাদক মোঃ আবুল মনসুর, প্রচার সম্পাদক মোঃ আবু নোমান, সদস্য এরশাদ আলি, স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষিকা শ্যামলী বড়ুয়া, দোলন কান্তি বড়ুয়া, কাজী মোঃ এরশাদ আলি, এ্যানি বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।