২৮ আগস্ট সোমবার ভূমিমন্ত্রীর বাসভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে প্রথম বঙ্গবন্ধু নামকরণের উপাধির প্রবক্তা, চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি, চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কৃতিসন্তান, বীর মুক্তিযুদ্ধা মরহুম আলহাজ্ব রেজাউল হক চৌধুরী মুশতাকের স্মারক গ্রন্থ বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কে প্রদান করেন মরহুম রেজাউল হক চৌধুরী মুশতাকের সহধর্মিণী নারীনেত্রী নাজনীন চৌধুরী, সুযোগ্য সন্তান সাদিদ রেজা চৌধুরী। এ সময় তারা দেশের প্রথম সর্ব্বোচ্চ বেসরকারি রাষ্ট্রীয় স্বাধীনতা পদক প্রদানে সরকারের নিকট দাবী জানান। দেশে কিছু কিছু মানুষ আছে সমাজে দ্যুতির মতো আলো ছড়ায়। অন্ধকার তাদের ঢেকে রাখতে পারে না। বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক হলেন সে রকম একজন দ্যুতিমান মানুষ। যিনি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব। এক কথায় চিত্ত এবং বিত্তের সমন্বয়ে আলোকিত মানুষ রেজাউল হক চৌধুরী মুশতাক। দেশে এরকম রেজাউল হক চৌধুরী মুশতাক হয়তো আরো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু চট্টগ্রামের কৃতী সন্তান রেজাউল হক চৌধুরী মুশতাক দেশের মধ্যে একজনই। কারণ তিনি বাঙালি জাতির ইতিহাসের অংশ। জনশ্রুতি আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছেন তিনি। অর্থাৎ বঙ্গবন্ধু নামের রূপকার রেজাউল হক চৌধুরী মুশতাক।