গেলো বন্যার ক্ষত শুকিয়ে উঠতে না উঠতে ফের বন্যার পানিতে ডুবতে বসেছে পেকুয়া সদর ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় ভাঙা বেঁড়ি বাঁধ সেরে না উঠায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার সকাালে সদর ইউনিয়নের পুর্ব মেহেরনামা সারের গুদাম পয়েন্টে প্রায় দেড় চেইন ভাঙা বেড়িবাঁধ দিয়ে দুইদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে সৈকতপাড়া, মুরারপাড়া, পূর্ব মেহেরনামাসহ আরও কয়েকটি গ্রাম আংশিক প্লাবিত হয়েছে। স্থানীয়রা বালির বস্তা দিয়ে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে।
স্থানীয়দের দাবি বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় দুর্দশায় পড়তে হচ্ছে তাদের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি ভাঙা বাঁধ দিয়ে প্রবেশ করছে লোকালয়ে। গতবারেও পেকুয়ার দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছিল। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে খবর পেয়ে দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ভাঙা বেড়িবাঁধ অংশ পরিদর্শন করেছেন। তিনি বলেন, কি করব ভেবে পাচ্ছিনা। ভাঙা অংশ দিয়ে যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে খুব দ্রুত সময়ে পেকুয়া সদর প্লাবিত হবে। পাউবো কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বারবার পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে যোগাযোগ করেছি। তাদের কোন সাড়া পায়নি। তাদের অবহেলার কারণে আমরা কষ্ট পাচ্ছি।