স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যোগে গত ২৮ আগস্ট, বিকেল ৪টায় ডিসি রোডস্থ সাবেক সংসদ সদস্য এম কফিন উদ্দিন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ আয়োজন করা হয়। এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মসিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মসিউর রহমান চৌধুরী বলেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাজার বছরের বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির প্রথম নিজের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে। বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নে বিশ্বে রোল মডেল। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। পশ্চিম বাকলিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন আহাত ও সাকিবুর রহমান সাকিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজাদ খান অভি, নাজমুল হুদা শিপন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন সাবু, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল তামিম চৌধুরী, জালাল উদ্দিন পিন্টু, মোস্তাকিম রাসেল, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ-সম্পাদক হেলাল কাদের, চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।