টেকনাফ প্রতিনিধি
টেকনাফ উপজেলায় চারটি প্লাস্টিকের ব্যাগ করে প্রায় সাড়ে চার লাখ ইয়াবা ফেলে পালিয়েছেন কয়েকজন ব্যক্তি যাদের পাচারকারী বলছে বিজিবি।
২৭ আগস্ট রোববার ভোরে উপজেলার নাজির পাড়া এলাকার আলী আহম্মদের মাছের প্রজেক্ট এলাকায় অভিযান চালানো হয় বলে জানান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। ‘পাচারকারীরা’ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
মহিউদ্দীন আহমেদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের খবর পেয়ে বিজিবির একটি টহলদল এলাকার কেওড়া বাগানে অবস্থান নেয়।
তিনি বলেন, এক পর্যায়ে চারটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে ছয়জন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে বিজিবি।
বিজিবি এই অধিনায়ক বলেন, সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবির টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে দিয়ে পাশের কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যান তারা।
তিনি আরও বলেন, “বিজিবির সদস্যরা ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের ভেতর থেকে চার লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
জব্দ হওয়া ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের গুদামে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মুখ্য বিচারিক হাকিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলো ধ্বংস করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।