৬ জন টিআইকে (ট্রাফিক ইন্সপেক্টর) একযোগে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) স্পিনা রানী প্রমাণিক। এর আগে দুই থানার ওসিসহ ছয় পুলিশ পরিদর্শককে বদলি করা হয়।
জানা গেছে, টিআই (হালিশহর) পরিদর্শক (শহর ও যানবাহন) অমলেন্দু বিকাশ চন্দকে টিআই (পাহাড়তলী), টিআই (পাহাড়তলী) পরিদর্শক (শহর ও যানবাহন) সন্তোষ ধামেই পিআই (ইপিজেড), টিআই (খুলশী) পরিদর্শক (শহর ও যানবাহন) সালাহ উদ্দীন মামুনকে টিআই (হালিশহর), পিআই (বাকলিয়া) পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মুহিবুর রহমানকে টিআই (সদরঘাট), পিআই (ইপিজেড) পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ আবদুস ছবুর টিআই (খুলশী), সদর দপ্তর ট্রাফিক কন্ট্রোল রুমের পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মাছউদুর রহমানকে টিআই (বাকলিয়া) হিসেবে বদলি করা হয়েছে।