1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
সোহেল, মাসুম ও ডাঃ মাসুদের বছরে চাঁদাবাজি ৪ কোটির বেশী ! অসহায় গরীব চালক - হেলপার - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

সোহেল, মাসুম ও ডাঃ মাসুদের বছরে চাঁদাবাজি ৪ কোটির বেশী ! অসহায় গরীব চালক – হেলপার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

  সড়ক ও অলি গলিতে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, লেগে আছে দূর্ঘটনা ও বিশৃংখলা

  বিদ্যুৎখেকো অটোরিক্সা, ইজি বাইক টমটম, চোরাই গ্রামীন সিএনজি,  মেয়াদোত্তীর্ণ ট্রাক ও পিকাপ অবাধে বন্দর থানা এলাকার হালিশহরে নিবিঘ্নে চলাচল করতে পারে। সোহেল, মাসুদ ও ডাঃ মাসুদ নামক কয়েক ব্যাক্তি ও কতিপয় দূর্নীতিবাজ  পুলিশ এই কর্মে সার্বিক সহায়তা দিয়ে থাকে।এইজন্য অসহায় গরীব চালক হেলপারেরা প্রতিদিন দিতে হয় নিদিষ্ঠ পরিমান চাঁদা।এই চাঁদার সিংহভাগ টাকা  ট্রাফিক পুলিশ, স্হানীয় ফাঁড়ি ও বন্দর থানার কতিপয় সদস্য ও ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাও পায় বলে বিটেক সোহেল নিজেও স্বীকার করেছে।নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্হানীয় সাধারণ জনগণ, উল্লেখিত এসব গাড়ীর কয়েকজন সচেতন মালিক, চালক হেলপার ও কতিপয় বিরোধী দলের নেতাকর্মী সুত্রে এসব তথ্যে জানা গেছে।

জানা গেছে, দুর্নীতিতে দুদক কর্তৃক অভিযুক্ত টিআই কাশেম সল্টগোলা ট্রাফিক বক্সে দায়িত্ব পালনকালে আলোচিত এই সোহেল চা, নাস্তা আনা নেওয়ার কাজ করত।  এইসময় বন্দরে প্রবেশরত ট্রাক প্রতি ট্রাফিক পুলিশ ১০০ টাকা করে নিতো । মাঝে মধ্যে পুলিশের হয়ে সোহেলও চাঁদা আদায় করত।তখন থেকেই তার চাদাঁবাজি শুরু।এই সোহেল বর্তমানে বিটেক সোহেল নামে পরিচিত।

সল্টগোলা হতে বাকের আলি ফকিরের টেক পর্যন্ত ১৯০টি ইজিবাইক রয়েছে । এই লাইনে কেউ গাড়ী চালাইতে চাইলে দিতে হয় ৫-১০ হাজার ।  আবার কলসি দিঘির পাড় হতে আনন্দবাজার ও আনন্দবাজার হতে বড়পোল মোড়,  আউটার রিং পর্যন্ত  প্রায় ৭ শতাধিক বিটেক রিক্সা কিংবা টমটম গাড়ী চলাচল করে।  দৈনিক টমটম/ বিটেক রিক্সা প্রতি গাড়ি ১৫০ টাকা করে সোহেল মাসুম ও ডাঃ মাসুদ কে চাঁদা দিতে হয়। কমপক্ষে প্রতিদিন ৭০০ গুণ ১৫০ = ১,০৫০০০ টাকা শুধুমাত্র  টমটম কিংবা  বিটেক রিক্সা থেকে চাঁদা আদায় করে।এই হিসেবে মাসে চাঁদা তুলে মাসে ১,০৫০০০ গুণ ৩০=  ৩১, ৫০,০০০ টাকা   এবং ৩১, ৫০০০০ গুণ ১২=  বছরে ৩,৭্‌৮,০০০০০ টাকা।এ ছাড়া এসব রোডে অবৈধ ও চোরাই ৮০টি গ্রামীন সিএনজি চলে পুলিশী টোকেন। ট্রাক, পিকাপ ও কভারভ্যানতো আছে।আছে মান্দলি সিস্টেমে মেট্রো এলাকার গাড়ীও।

এলাকায় সোহেলকে বিটেক সোহেল নামেই সবাই চিনে । সে দস্তুর মতো চালক ও হেলপারদের স্টিকার ও টোকেন দিয়ে থাকে। এই টোকেন যাতে কোন সাংবাদিক না পায় সেজন্য কড়া নির্দেশ আছে সোহেলের ।তার ভয়ে কেউই এই স্টিকার ও টোকেন কাউকে দেখাতেও ভয় পায়।এসব বিষয়ে তথ্য জানার জন্য তার মুঠোফোন কল করলে সে ফোন রিসিভ না করায় কোন তথ্য জানা যায়নি।  সল্টগোলা ট্রাফিক বক্সের দায়িত্বরত টিআই এর ০১৩২০- ০৫৩৫৬৫ নাম্বারে ফোন করলে ফোন রিসিভ না করায় এবং পরে ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া যায়নি।

এই বিষয়ে হালিশহর পুলিশ ফাঁড়ী ইনচার্জ ফয়সাল সাহেব বলেন ২দিন আগেও আমি ১০ টি অবৈধ গাড়ী জব্ধ করেছি।বৈধ ও অবৈধ গাড়ী সংক্ষান্ত বিষয়টি বিআরটিএ ও ট্রাফিক পুলিশ দেখভাল করে । কোন অপরাধ সংগঠিত হলে তখন আমরা হস্তক্ষেপ করে থাকি মাত্র।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে, উল্লেখিত অবৈধ ও অনুমোদিত গাড়ীগুলো সড়কে অবাধে চলাচলের সুযোগে বৈধ গাড়ীর মালিক চালক ও হেলপারেরা নিরুসাহিত হচ্ছে। ফলে চাঁদাবাজি ও অনৈতিক দেন লেন বেড়ে সামাজিক অস্হিরতা সৃষ্ঠি হচ্ছে ও ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা নিয়ে টানাটানি চলছে।সড়কসমুহে  সকাল ও বিকাল বেলা গার্মেন্টস শুরু ও ছুটির সময় ভয়াবহ যানজট লেগে থাকে ও হরখামেশা দূর্ঘটনা ঘটে ।বখাটে ও পকেটমার চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে এই পথের যাত্রীদের নিত্যদিন ঝুঁকিতে রাখে।

অন্যদিকে চাঁদাবাজ সোহেল দিনদিন অবৈধ লেনদেনে মোটা অংক কামিয়ে ধরাকে জ্ঞান মনে করছে । তার আদায়কৃত চাঁদা টাকার ভাগ ট্রাফিক পুলিশ, থানা ও ফাঁড়ি পুলিশ,  গনমাধ্যম কর্মী, স্হানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন ব্যাক্তি ও হোমরা চোমরাও পায় বলে একটি সুত্র জানিয়েছে ।

 

 

 

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla